গত ২৪ দিনের মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জে ১৭৩ জন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশ। এসব অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশব্যাপী চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। গত ১৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ২৪ দিনে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ১৭৩ মাদক বিক্রেতা আটক হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
- ব্রেকিংবিডিনিউজ২৪ / ১০ জুন ২০১৮ / তানজিল আহমেদ