ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা সাদ আল হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ৫৫টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের কার্যালয় থেকে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে দলের ভাবমূর্তি বলে কিছু থাকে না। আমরা যুবলীগের আহ্বায়ক নাজিম উদ্দিন ভাইকে বলব মোস্তফা সাদ আল হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
তবে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম তালুকদার দাবি করেন, আওয়ামী লীগের কার্যালয় থেকে নয়, কার্যালয়ের সামনের রাস্তা থেকে মোস্তফা সাদ আল হাবিবকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হযেছে। তাঁর নামে দুটি মামলা রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালের ১৬ মে মোস্তফা সাদ আল হাবিব (৩৮) ও আরিফুজ্জামান (৩৭) নামের দুজনকে হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়নের রঙ্গমপাড়া গ্রামে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে তেলিখালী বিজিবি সীমান্ত ফাড়ির হাবিলদার রতন মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৪০ ইয়াবা, ইয়াবা ব্যবসার ৮০ হাজার টাকা ও একটি হোন্ডা আটক করেন।
রতন মিয়া সে সময় ২৭ বিজিবির তেলিখালী সীমান্ত ফাঁড়ি এলাকায় টহলরত ছিলেন। অভিযানের সময় পালিয়ে যায় মোস্তফার দুই সহযোগী আলী হোসেন (৩৮) ও নজরুল ইসলাম (৪০)। এ ঘটনায় ১৭ মে হাবিলদার রতন মিয়া বাদী হয়ে চারজন আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালুয়াঘাট থানায় মামলা (নম্বর : ৯/৫৭, তারিখ-১৭-০৫-২০১৬) করেন।
সূত্র: এনটিভি অনলাইন