বিজিবি’র উপর হামলায় ইউপি চেয়ারম্যান আটক

কুড়িগ্রামে বিজিবি ও কাস্টমস এর উপর হামলার অভিযোগ রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সালুকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রৌমারী উপজেলার সাহেবের আলগা সীমান্তে ২০টি ভারতীয় গরু আটক করে বিজিবি’র সদস্যরা। পরে গরুগুলো শনিবার দুপুরে রৌমারী সদর বিজিবি ক্যাম্পে নিলামের জন্য তোলা হয়। এসময় রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গরুগুলো কমদামে নিলামে নিতে একটি সিন্ডিকেটে তৈরি করে। কিন্তু গরুগুলো সোয়া ৪ লাখ টাকায় অন্য কাউকে নিলামের মাধ্যমে দেয় কাস্টম বিভাগ। এতে ক্ষিপ্ত হয়ে রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু তার দলবল নিয়ে বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের উপর হামলা চালায়।

এসময় সহকারী কাস্টমস কর্মকর্তা গাজী মোহাম্মদ হোসাইন, ৩৫ রৌমারী সদর বিওপি ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক, বিজিবি’র ল্যান্স নায়েক রেজাউল আহত হয়।

ঘটনার পরে রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সালুকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করে বিজিবি।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবি ও কাস্টমস আলাদা আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ