কন্টেইনারে লেখা ‘হালাল মাংস’। তবে সেই কন্টেইনাবাহী জাহাজে তল্লাশি চালিয়ে ৭০০ কেজি কোকেন জব্দ করেছে আলজেরিয়ার কোস্টগার্ড। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, হিমায়িত মাংস নিয়ে ব্রাজিল থেকে রওনা দেয় জাহাজটি। আলজেরিয়ায় প্রবেশের পূর্বে স্পেনের ভ্যালেন্সিয়ায় নোঙ্গর করেছিল এটি।
পশ্চিম আলজেরিয়ার ওরান বন্দরে মালামাল খালাস করার কথা থাকলেও তিনদিন ধরে বন্দর থেকে দূরে জাহাজটি নোঙ্গর করা ছিল। এটা দেখে আলজেরিয়া কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে সন্দেহ হয়।
পরে দেশটির কোস্টগার্ড জাহাজটিকে বন্দরে ভেড়াতে বাধ্য করে। একপর্যায়ে তল্লাশি চালালে এর কন্টেইনারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়।
‘হালাল মাংস’ লেখা বক্সের ভেতরে বিপুল পরিমাণ কোকেন বহন করছিল লাইবেরিয়ার নথিভুক্ত ভেগা মারকুরি নামক এ জাহাজটি।