যেসব অবস্থায় সহবাস আপনাকে ফেলতে পারে কঠিন বিপদে !!!

নিষিদ্ধ সময়ে স্ত্রী সহবাস করা খুবই খারাপ কাজ। জ্ঞানীরা বলেনঃ নিষিদ্ধ সময়ে স্ত্রী সহবাস শরীরের এবং মনের অনেক ক্ষতি সাধন করে থাকে। তার মধ্যে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা হল-

# সহবাস নিষিদ্ধ সময় :

* রোগী ব্যক্তি সহবাস করিলে তার রোগ আরো বেড়ে যায় এবং শরীরের ক্ষতি হয়। শরীরে জ্বর নিয়ে স্ত্রী সহবাস পাগল হয়ে যাওয়ার সম্ভবনা আছে।

* বৃদ্ধা ও বারবনিতার সঙ্গে সহবাস করলে আয়ু কমে যায়।

* বেশি গরমে মধ্যে স্ত্রী সহবাস করিলে পাগল হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
রাগ, চিন্তা, কষ্ট ও ভয়জনিত অবস্থায় স্ত্রী সহবাস করলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে।

* বেশি ঠাণ্ডার ভিতরে সহবাসের জন্য নিউমোনিয়া রোগ হতে পারে।

*হায়েজের অবস্থায় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী দুই জনেই মেহ প্রমেহ রোগ হতে পারে।

*ভরা পেটে স্ত্রী সঙ্গম করলে কঠিন রোগ হওয়ার সম্ভবনা আছে।

* অন্ধকার ঘরে ক্ষুদ্র বা নোংড়া জায়গায় স্ত্রীর সহবাসে লিপ্ত হলে চিরতরে স্বাস্হ্য নষ্ট হয়ে যায়

* ভীষণ ক্ষুধার সময় স্ত্রী সঙ্গম করিলে লিঙ্গ শিথিল হয়ে যায়।

* বৃদ্ধ বয়সে স্ত্রী মিলন করলে নিজেকে মৃত্যুর দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হয়