বাংলাদেশি হয়েও ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (এনএসসিবিআই) থেকে আটক করা হয়েছে দুই তরুণীকে। আটক দুই বাংলাদেশির আনুমানিক বয়স ২৩ এর কাছাকাছি।
বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় স্পাশই জেট’এর বিমানে কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছিলেন ওই দুই বাংলাদেশি তরুণী। কিন্তু কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর রাতেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তাদের তুলে দেওয়া হয়।
ওই দুই তরুণী কতদিন ধরে ভারতে ছিলেন, কি কারণে ছিলেন বা বাংলাদেশি নাগরিক হয়েও কিভাবে তারা ভারতীয় পাসপোর্ট পেলেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার সাথে কোন আন্তর্জাতিক চক্র জড়িত কি না তাও তদন্ত করে দেখছে বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তারা।আজ তাদের ব্যারাকপুর মহুকুমা আদালতে তোলা হবে।