রাজধানীর তিন সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমতি ব্যতীত দেশি-বিদেশি পণ্য বিক্রি করায় রাজধানীর তিনটি সুপার শপকে তিন লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।

সোমবার বিএসটিআইয়ের সহযোগিতায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদপুরের আগোরা ও মীনা বাজার এবং হাজারীবাগে সিকদার অর্গানিক সুপার শপে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিএসটিআইয়ের অনুমতি ব্যাতীত লোগো ব্যবহার করায় আগোরা ও মীনা বাজারকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে সিটি করপোরেশন নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গরুর মাংস বিক্রি করায় সিকদার অর্গানিক সুপার শপকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

জরিমানা অনাদায়ে তিন প্রতিষ্ঠানের ১০ জন কর্মীকে ১ থেকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।