মধুবাগে মাদক বিরোধী অভিযানে ৫০ জন আটক

রাজধানীর মধুবাগে পুলিশের অভিযানে ৫০ জনকে আটক ও বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত আটটার দিকে পুলিশের প্রায় ৫০০ সদস্য ২৫টি টিমে ভাগ হয়ে এ অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টা চলা এ অভিযানে মধুবাগ ও আশপাশের বিভিন্ন এলাকায় ব্লক করে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় কয়েকজনকে আটক করা হয়।

এছাড়া কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করতে সমর্থ হয় পুলিশ। আর এদের মধ্যে কেউ নিরপরাধ প্রমাণ হলে তাদেরকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।