ইয়াবাসহ আনসার সদস্য আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে ইয়াবাসহ মো. আসাদ (৩৫) নামে এক আনসার সদস্যকে আটক করেছে র‌্যাব।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, রোববার রাত ১টার দিকে হাসপাতালের নতুন ভবনের গ্রাউন্ড ফ্লোরে আনসারদের কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘র‌্যাব সদস্যরা ৯টি ইয়াবাসহ আসাদকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা মেডিকেলে ২৫৯ জন আনসার সদস্য পালা বদল করে দায়িত্ব পালন করেন। ইয়াবা উদ্ধারের বিষয়ে ঢাকা মেডিকেল আনসারের কমান্ডার কোনো কথা বলতে রাজি হননি।