মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান চলছে

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে।  আজ দুপুর ১২টার দিকে শিয়া মসজিদ এলাকায় ডিএমপি’র বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএমপি’র সংশ্লিষ্ট থানা পুলিশ, ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে এ সাঁড়াশি অভিযান চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।