চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও বিদেশি মুদ্রাসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যগাজিন, তাজা ৯ রাউন্ড গুলি ও বিদেশি মুদ্রাসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর সদস্যরা ওই বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামোটোলা গ্রামের গাজলুর রহমানের ছেলে আবু সাইদ ওরফে সুবজ (২৪) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঝিলবুনিয়া কুমারখালী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আক্কাস আলী (৪৫)।