রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।

মঙ্গলবার ভোররাত ৩টার দিকে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের রংপুর-হারাগাছ সড়কের ছোটপুলের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি মামুন অর রশীদ।

নিহত দবির হোসেন(৪৫) ওই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চ্যাংটারী গ্রামের মাছ ব্যবসায়ী সোহরাব হোসেনের ছেলে। তার নামে কাউনিয়া থানায় মাদক আইনের ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।

রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ছোটপুলের কাছে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। দবির ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি পিস্তল, ৩টি ছোরা, ১২৬টি ইয়াবা, ১৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধারের কথা জানিয়েছে।

দবিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাইফুর।

এর আগে রবিবার ভোরে হারাগাছ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে পুলিশের সঙ্গে গোলাগুলিতে রফিকুল ইসলাম অপি(৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়।