‘বাসায় কিছু পায়নি, তাও ধরে নিয়ে মেরে ফেলল’

গাজীপুরে মাদক বিরোধী অভিযান চলাকালে গুলিতে নিহত কামরুল ইসলাম খান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার।

রোববার (০৩ জুন) সাংবাদিকদের কাছে এমন দাবি করেন স্বজনরা। হত্যার আগে নিহতের বাড়ির মালামাল লুট করা হয় বলেও দাবি করেন তারা।

তবে, পুলিশের দাবি গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয় কামরুল ইসলামকে। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলে কামরুল নিহত হয় বলে দাবি পুলিশের।

নিহতে মা বলেন, ‘আমার ছেলে এসব কোনো কাজে জড়িত ছিল না। এসব শত্রুতা করে করা হয়েছে।’

নিহতের স্ত্রী বলেন, ‘যদি মামলা থাকতো, হাজিরা দিতে হইত তাহলে আমি জানতাম। বাসায় কোনো কিছু পায় নাই। তারপরেও তাকে নিয়ে যাওয়া হয়েছে। স্বর্ণ-অলঙ্কার, টাকা-পয়সা, টিভি, ফ্যান, জায়গা জমির দলিল পর্যন্ত সব নিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা জানি না তখনো মারা হয়েছে। আমাদের ফোন দিয়ে বলে এক কোটি টাকা দিলে ছেড়ে দেয়া হবে।’

সূত্র: সময় নিউজ