ঢাবি ছাত্রীর গলার চেন নিয়ে ধরা এক ছিনতাইকারী

চলন্ত বাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গণপিটুনির শিকার হয়েছে এক ছিনতাইকারী।

রোববার বিকাল ৪টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ রনির নামের ওই ছিনতাইকারীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।

এ ব্যাপারে নিউ মার্কেট থানার এসআই মাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে চেইনটি তার মুখের মধ্যে পাওয়া যায়। এর আগে শরীর তল্লাশি ও পেটে এক্স-রে করেও চেইনটির সন্ধান পাওয়া যায়নি।

ছিনতাইয়ের শিকার সুমি খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের শেষবর্ষের ছাত্রী। রোববার শেষ পরীক্ষা দিয়ে ১৩ নম্বর রুটের একটি বাসে করে মোহাম্মদপুর ফিরছিলেন তিনি। জানালার পাশে বসেছিলেন সুমি। বলাকা হলের সামনে যানজটে বাসের গতি ধীর হলে জানালা দিয়ে হাত বাড়িয়ে তার গলার চেইন টান দিয়ে নিয়ে পালায় ওই তরুণ বয়সী ছিনতাইকারী।

এ সময় সুমির চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে ধরে ফেলে। ঈদের কেনাকাটায় ওই এলাকায় প্রচণ্ড ভিড় থাকায় দৌড়ে সুবিধা করতে পারেনি সে। লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।