ব্রাজিলে তেলাপিয়া মাছের ছাল দিয়ে তৈরি করা হলো এক নারীর যৌনাঙ্গ। জানা গেছে, ওই নারী যৌনাঙ্গ ছাড়াই পৃথিবীতে আসেন।
কৃত্রিম উপায়ে নিম্নাঙ্গ তৈরি করে চিকিৎসকরা ইতোমধ্যে বসিয়ে দিয়েছেন ওই নারীর শরীরে। এ ধরনের অস্ত্রোপচার এই প্রথম সফলভাবে করা হলো।
নিউ ইয়র্ক পোস্টে জানা গেছে, ওই নারীর নাম জুসিলেনা মারিনহো। তিনি এখন অন্য সব নারীর মতো স্বাভাবিক যৌনজীবন উপভোগ করছেন।
ব্রাজিলের সিয়েরা ফেডারেল বিশ্ববিদ্যালয়ে জুসিলেনা মারিনহোর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তেলাপিয়া মাছের ওই ছাল প্রথমে বিশেষভাবে পরিষ্কার করা হয়। এরপর মারিনহোর শরীরে মাছের ছালটি বসানো হয়। ছালটি শরীরে বসিয়ে একবারে বিলীন করে দেওয়া হয় এবং সেটাকে টিস্যুতে পরিণত করা হয়।
অস্ত্রোপচারের ৩ মাস পর মারিনহো স্বাভাবিক যৌনজীবনে আসতে পেরেছে বলে জানা গেছে।