‘ফ্যামিলি স্পা’র নামে চলতো রমরমা মধুচক্র!

নামে বিউটি পার্লার, বা ফ্যামিলি স্পা। আড়ালে রমরমিয়ে যৌনচক্র। বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসার চক্র নতুন কিছু নয়। বিভিন্ন সময়েই অভিযান চালানো হয়। তবে রবিবার অভিযানের ব্যাপ্তি ছিল শহর জুড়ে।

একসঙ্গে পাঁচটি বিউটি পার্লারে হানা দিয়ে মধুচক্রের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে মোট ৫৪ জনকে গ্রেফতার করল ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট আর স্পেশাল টাস্ক ফোর্স ।

টালিগঞ্জের শরৎ বোস রোডের ক্লিওপেট্রা ফ্যামিলি স্পা, যোধপুর পার্কের আনন্দ অ্যাপার্টমেন্টের পার্লার অ্যান্ড স্পা, গড়িয়াহাটের ৫এ ডোভার লেনের তিনতলা, কসবার ১০১ শান্তিপল্লী, ব্লক ৭, তিনতলা এবং অভিযুক্তদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে বাগুইহাটি মার্কেট কমপ্লেক্সের ‘ক্র্যালিয়েট ওয়েলনেস লিডিং ফ্যামিলি সেলুন অ্যান্ড স্পা’তে হানা দেওয়া হয়।

ধৃতদের তালিকায় ম্যানেজার, চক্রের মালিক, দালাল সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। যা কিনা বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিদিনে এমন অভিযান আরও চালানো হবে।

সূত্র- কলকাতা পুলিশ