বাস কন্ডাক্টর আমার কোমরে বাজেভাবে হাত দেয়, পরে বাস না থামালে আমি…

বাস কন্ডাক্টর আমার পিছনে- আবারো চলন্তবাসে যৌনহয়রানির শিকার হয়েছেন এক বিশ্ববিদ্যালয়ে ছাত্রী। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সাইন্স বিভাগের ছাত্রীকে দেওয়ান পরিবহনের বাসে হয়রানি করা হয়।

এ বিষয়ে ওই ছাত্রী বলেন, “আমি (?) AIUB CSE ডিপার্টমেন্টে, ফ্রেশার। AIUB থেকে বাসায় যাওয়ার জন্য বসুন্ধরা গেইটে অপেক্ষা করছিলাম, বাস পাচ্ছিলাম না বনশ্রী যাওয়ার জন্য।

অবশেষে দেওয়ান পরিবহনের বাসে উঠলাম বাড্ডা পর্যন্ত যাওয়ার জন্য। বাসে ওঠার পর দেখি বাসে কেউ নাই, পিছনের সিটে দুই একজন বসে অাছে। আমি বাসের দরজার মধ্যেই দাড়িঁয়েছিলাম, হঠাৎ করেই বাস কন্ডাক্টর আমার পিছনে বাজেভাবে হাত দেয়। আমি বাস থামানোর জন্য চিৎকার করি।

কিন্তু বাস থামাচ্ছে না, বলছে বাস থামানো যাবে না, তখন আমি নিজেকে সেফ করতে বাস থেকে লাফ দেই এবং আমার হাত পা কেটে যায়। আমি কান্না করতে শুরু করি এবং কিছু লোকজন আসে, তারা বাসটিকে ধরার জন্য চেষ্টা করেন, কিন্ত বাসটি পালিয়ে যায়।

অবশেষে আমার ফ্রেন্ড কৌশিককে ফোন দেই, সে এসে আমাকে বাসায় দিয়ে যায়।

এমতাবস্থায় আমার কি করণীয়? কি করবো? বড় ভাই বোনদের মতামত আশা করছি। এখন যদি তাদের বিরুদ্ধে কিছু না করা যায় তাহলে আজ আমাকে, অন্যদিন অন্য কাউকে শ্লীলতাহানি করা হবে।”