চট্টগ্রামে বাবার ধর্ষণে মেয়ে অন্তস্বত্তা অতঃপর যা হলে জানলে অবাক হবেন

সমাজে এখন ধর্ষণ একটি আতঙ্কের নাম।ধর্ষণকে অপরাধই মনে হচ্ছে না লম্পটদের কাছে । লম্পটদের লালসার শিকার হচ্ছে দেশের হাজারো নারীও শিশু । এবার ধর্ষণের হাত থেকে রেহাই পেলো না নিজের মেয়েও ।এই ন্যক্কারজনক কাজটি করেছেন পাষন্ড বাবা । জানা গেছে

চট্টগ্রামে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মজিদ (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ জুন) রাতে ধর্ষণের অভিযোগে মজিদের বিরুদ্ধে মামলার পরই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাভার্ডভ্যান চালক পিতা মোহাম্মদ মজিদ (৪৯) বিগত ৬ মাস ধরে তার কিশোরী সৎ মেয়েকে ধর্ষণ করে আসছিল। ১৬ বছর বয়সী ওই কিশোরী শনিবার (২ জুন) তার সৎ বাবাকে আসামি করে নগরীর সদরঘাট থানায় একটি মামলা করে। মামলার এজাহারে ৬ মাস ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ করা হয়।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বিলেন, আসামি মোহাম্মদ মজিদ (৪৯) নগরীর মোগলটুলি এলাকায় কাটা বটগাছ মোড়ে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

ওসি নেজাম বলেন, ‘মজিদ ওই কিশোরীর মাকে বিয়ে করেন ১০-১২ বছর আগে। বিয়ের পর ওই কিশোরীও মজিদের পরিবারের সঙ্গেই থাকতো।’

তিনি বলেন, ওই মহিলা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। মায়ের এমন অনুপস্থিতিতে ১৬ বছর বয়সী মেয়েকে মজিদ ভয় দেখিয়ে গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

ওই মেয়ে অারও বলেন , ধর্ষণের কথা কাউকে বললে আমার মা ও আমাকে মেরে ফেলার হুমকি দিত মজিদ।গত শুক্রবার ওই ভুক্তভোগী কিশোরী হঠাৎ অসুস্থ হঢে পড়লে তার মা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন কিশোরীর অন্তস্বত্তা হওয়ার বিষয়টি ধরা পড়লে এই ঘটনা প্রকাশ হয়ে যায়। মজিদ এখন কারাগারে অবস্শান করছে । তাকে আদালতে হস্থান্তর করা হবে।

Share