যশোরে ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ!

যশোরে বোনকে গণধর্ষণের হাত থেকে বাঁচাতে গিয়ে বখাটেদের হাতে আক্রান্ত মেয়েটির মা, ভাই ও বোন জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে মেয়েটি ও তার ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২ জুন, শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই মেয়ে বলেন, ‘জীবনে আমি তার সঙ্গে কথাও বলি নাই। আর সে আমার এত বড় ক্ষতি কেন করল? তার বিচার আপনারা করে দেন।’

স্বজনদের অভিযোগ, শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির উঠান থেকে একই এলাকার ৫ থেকে ৬ জন বখাটে মেয়েটিকে পাশের বাগানে তুলে নিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে মা বোন ভাই ছুটে এসে বাধা দিলে তাদের বেধড়ক মারধর করে আহত করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওই মেয়ে ও তার ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগীর ভাই বলেন, ‘কোনো ভাইয়ের সামনে তার বোনের ধর্ষণ হলে কেউ তা সহ্য করে দেখত পারে? আমি এর সুষ্ঠু বিচার চাই।’

যশোর জেনারেল হাসপাতালের ডা. আব্দুর রশীদ জানান, ভাই-বোন হাসপাতালে এসেছিল। একজনের নাক দিয়ে রক্ত পড়ছিল। বোনকে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘থানা থেকে মোবাইল গাড়ি পাঠিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। মেয়েটিকে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করা হলে জানা যাবে মূল ঘটনা।’

তবে এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।