মক্কায় বিশাল স্বর্ণ ভাণ্ডারের সন্ধান মিলল

সোনার ভাণ্ডারের হদিস পাওয়া গেল সৌদি আরবের মক্কায়। সম্প্রতি সোনা পাওয়ার খবর প্রকাশ করেছে দেশটি। মক্কায় আল খুরমা গভর্নরেটের মানসুরা মাসারা সোনার খনির ১০০ কি.মি. দক্ষিণে নতুন এ ভাণ্ডার পাওয়া গিয়েছে। তবে ঠিক কত পরিমাণ সোনা পাওয়া গিয়েছে, তা এখনও জানা যায়নি।

সৌদি আরবের খনি সংস্থা দ্য সৌদি আরাবিনায় মাইনিং কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় প্রচুর পরিমাণে সোনার ভাণ্ডার পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে— ওই এলাকায় খনি থাকতে পারে। ওই এলাকায় সোনা রয়েছে কি না, তা জানতে ২০২২ সালে পদক্ষেপ নিয়েছিল ওই সংস্থা। সেই পদক্ষেপের পর প্রথমবার সাফল্য পাওয়া গেল। সোনার হদিস পেতে ওই এলাকার আশপাশে খননকার্য চালানো হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

মানসুরা খনিও চালায় ওই সংস্থা। ওই খনির ২৫ কি.মি. উত্তরে জাবাল-আল-গাদরা এবং বির আল-তাভিলায় খননকার্য চালানো হচ্ছে। সেখানেও সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৭০ লক্ষ আউন্স সোনা আহরণ করা হয়েছে ওই খনি থেকে। মনে করা হচ্ছে— প্রতি বছর ২ লক্ষ ৫০ হাজার আউন্স সোনা উৎপাদনের ক্ষমতা রয়েছে।