দীর্ঘদিন ধরে কর্মী সংকটে ভুগছে জার্মানি। সংকট মোকাবিলায় স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, নির্মাণ, কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিদেশ থেকে দক্ষ কর্মী নিচ্ছে দেশটি। আইইএলটিএস ছাড়াই এসব খাতে চাকরির জন্য আবেদন করা যাচ্ছে।
যেভাবে আবেদন করবেন
জার্মানি সরকারের ওয়েবসাইটে গিয়ে Working in Germany অপশনে professions in demand, job listing ক্যাটাগরিতে কেউ তাঁর পছন্দ অনুযায়ী চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসরণ করে আবেদন করা যাবে কোনো ফি ছাড়াই।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২৬ হাজার ২১১টি পদে কর্মী খুঁজছে জার্মানির বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে স্বাস্থ্যসেবা, সামাজিক খাত, শিক্ষকতা খাতে ৬ হাজার ৯টি পদে কর্মী নেওয়া হচ্ছে।
দেশটিতে নির্মাণ খাতে ২ হাজার ৪৯৯, ট্রাফিক লজিস্টিকস, সেফটি অ্যান্ড সিকিউরিটি খাতে ১ হাজার ৫১৪, ব্যবসা প্রতিষ্ঠান, আইন ও প্রশাসন খাতে ২ হাজার ৩৯১টি পদে চাকরির সুযোগ রয়েছে।