হাসতে হাসতেই বললেন, তারা ভালো খেলেছে তবে আমরা জিতেছি

অস্ট্রেলিয়া সফরে টানা দুই টেস্টে পার্থে ও মেলবোর্নে ৩৬০ ও ৭৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করে হোয়াইটওয়াশের শঙ্কায় পাকিস্তান। এমন বাজে পারফরম্যান্সের পরও কোচ কাম টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ বলেছেন আমরা ভালো খেলেছি।

মেলবোর্ন টেস্টে হারের পর পাকিস্তানের কোচ হাফিজ বলেন, ‘দল হিসেবে আমরা বেশি ভালো খেলেছি। যেভাবে দল সম্ভাব্য সেরা পথে আগ্রাসী ক্রিকেট খেলেছে, আমি তাতে গর্বিত। গোটা ম্যাচের সারমর্ম যদি বলতে হয়, অন্য দলটির চেয়ে ‘ইন জেনারেল’ আমরা ভালো খেলেছি। আমাদের ব্যাটিং ‘ইন্টেন্ট’ ছিল ভালো এবং বোলিংয়েও আমরা ভালো জায়গায় বল করেছি।’

সংবাদ সম্মেলনে হাফিজ এমনটি বলে যাওয়ার একটু পর অস্ট্রেলিয়ার হয়ে সংবাদ সম্মেলনে আসেন ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া প্যাট কামিন্স।

হাফিজের মন্তব্য প্রসঙ্গে অস্ট্রেলিয়ান অধিনায়ক হাসতে হাসতেই মজার ছলে বলেন, ‘আহ… কুল… হ্যাঁ, তারা ভালো খেলেছে। তবে ভালো লাগছে যে আমরা জিতেছি…।’

হাফিজের মন্তব্য নিয়ে কামিন্স আরও বলেন, ‘এতে কিছু যায়-আসে না… তাই না? দিন শেষে আসল ব্যাপার হলো, কোন দল জিতেছে।’