টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

আগামী ১৭ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

লিংকনের বার্ট সুটসলাইফ ওভালে হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন ভারত পোপলি। নাম পড়ে যে খটকা লেগেছে, সেটিই সত্য। পপলি জন্মগতভাবে ভারতীয়। যদিও নিউজিল্যান্ডে নিজেকে স্থায়ী করেছেন।

ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিসট্রিক্টের হয়ে খেলা এই ব্যাটার ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪০৯৩ রান করেছেন। ৩৩ বছর বয়সো ডানহাতি এই ব্যাটার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১ ম্যাচ খেলে করেছেন ৪৬৯ রান।

পোপলি ছাড়াও নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে এই দলে। ঘরোয়া ক্রিকেটে এখনো অভিষেকই হয়নি এমন ২ ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা দুই জন হলেন নিকিথ পেরেরা এবং সম্রাট সিং।

প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষণা করা নিউজিল্যান্ড একাদশ : ভারত পোপলি, জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিং, কুইন সানডে এবং জামাল টড।