এবার বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ১৪ জনের নাম চূড়ান্ত

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আইসিসির এই মেগা ইভেন্টের জন্য অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড চূড়ান্তের ডেডলাইন চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। এরই মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দল ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। তবে শ্রীলঙ্কার মতো এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ।

জানা গেছে, বিশ্বকাপ যাত্রায় বাংলাদেশ দলের সঙ্গী কারা হবেন তা আগামীকাল (২৬ সেপ্টেম্বর) ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের আগে কিংবা পরে ১৫ সদস্যের দল ঘোষণা করবে বোর্ড। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগামীকাল দল দেওয়া হবে, তবে কখন সেটা নিশ্চিত নয়।

যদিও বাংলাদেশের ১৫ সদস্যের দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। যেখানে ইতোমধ্যেই ১৪ জনের নাম একেবারেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র ১৫তম সদস্যের নাম নিয়ে কিছুটা ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ দলে অতিরিক্ত একজন পেসার দলের সঙ্গে নেওয়া হবে নাকি একজন ব্যাকআপ ওপেনার নেওয়া হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

মূলত মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকে বাজিয়ে দেখার জন্য অপেক্ষা ছিল বিসিবির। তবে সৌম্য ব্যাট হাতে নিউজিল্যান্ড সিরিজে রান করতে না পারায় দলে জায়গা নিশ্চিত হচ্ছে রিয়াদের। দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করে চিরচেনারুপে ফিরেছেন তিনি। তাই বিশ্বকাপের ১৫ জনের দলে রিয়াদের ফিরে আসা তাই অনেকটাই নিশ্চিত। শেষ ওয়ানডে ম্যাচে রিয়াদ থাকলেও বাদ পড়েছেন সৌম্য।

সেই সঙ্গে রানে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। চোট কাটিয়ে বাংলাদেশ দলে ফিরে ৪৪ রান করা তামিম বিশ্বকাপে ফেরা নিশ্চিত। ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে থাকবেন লিটন দাস। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা। আলোচিত সাত নম্বর পজিশনে বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও বৈচিত্র্য থাকছে বাংলাদেশ দলে। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদির সাথে স্পেশালিষ্ট স্পিনার হিসেবে নাসুম আহমেদেরও বিশ্বকাপ নিশ্চিত। দলের চার পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ও শরিফুল ইসলাম নিশ্চিত। কিন্তু লিটন দাসের অফ ফর্ম কিছুটা ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজম্যান্টকে।

এজন্য যুব বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম হতে পারেন বিশ্বকাপ দলের ১৫তম সদস্য। আর যদি পঞ্চম পেসার নেওয়া হয় সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব হতে যাচ্ছেন দলের সঙ্গী। যদিও ব্যাকআপ প্লেয়ার হিসেবে বেশ কয়েকজনকে ভারতে নিয়ে যাবে বোর্ড। এই তালিকায় লেগ স্পিনার রিশাদ হোসেনের থাকাও শতভাগ নিশ্চিত।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: সাকিব আল হাসান ( অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিদ তামিম/তানজিম হাসান সাকিব।