এমন হারের কারণ জানালেন সাকিব

এশিয়া কাপের আগেই চোটে জর্জরিত শ্রীলংকা ক্রিকেট দল। যে কারণে তারুণ্য নির্ভর দল নিয়েই এশিয়া কাপ মিশন শুরু করে লংকানরা। তরুণ দল নিয়েই বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেয় শ্রীলংকা। এশিয়া কাপের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার লংকানদের বিপক্ষে স্রেফ উড়ে যায় টাইগাররা।

খেলা শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, এই উইকেটে তিনশতাধিক রান অনায়াসে উঠতে পারে। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আড়াইশ রান করলেও ম্যাচে ফাইট দেওয়া যেত। আমরা আমাদের সেরা দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে এশিয়া কাপে পাইনি। তাছাড়া আমাদের কেউ এই ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি।

নিজেদের বোলিং নিয়ে সাকিব বলেন, আমরা জানতাম আমাদের আরও কয়েকটি উইকেট দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা পাইনি। আমরা যখন খেলা শুরু করি তখন অনেক স্নায়ু চাপ ছিল। কিন্তু বিশ ওভারে পর আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি।

বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪২.৪ ওভারে ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১২২ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে ৬৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ৯২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন আসালঙ্কা। এছাড়া ৭ ৭ বলে ৫৪ রান করেন সামারাবিক্রমা।