দুই বড় সমস্যায় বাংলাদেশ ক্রিকেট দল!

দুই বড় সমস্যায় বাংলাদেশ ক্রিকেট দল! ডেঙ্গু হয়নি। ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ। তবে সোমবারও জ্বর পুরোপুরি সারেনি লিটন দাসের। ফলে লিটন আজও শ্রীলঙ্কা যেতে পারেননি। কাল মঙ্গলবার যাবেন, এমন নিশ্চয়তাও নেই।

এদিকে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ ঘনিয়ে এলো। আর মাত্র একদিন পর পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের। এরকম অবস্থায় যদি আগামীকালের মধ্যে (২৯ আগস্ট) লিটন শ্রীলঙ্কায় জাতীয় দলের সাথে যোগ দিতে না পারেন, তাহলে তার পক্ষে ৩১ আগস্ট পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা খুব কম।

এদিকে লিটনের বিকল্প হিসেবে যাকে ভাবা হচ্ছিল, সেই সাইফ হাসানও ডেঙ্গু পজিটিভ ছিলেন। এখন জ্বর ভালো হয়ে গেছে। তবে এশিয়া কাপের মত বড় আসরে খেলার মত ফিট কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তাই নির্বাচক তথা টিম ম্যানেজমেন্ট পড়েছে বিপাকে।

লিটন যদি মঙ্গলবারের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে শ্রীলঙ্কা যেতে না পারেন, তাহলে তার বদলে পাঠানো হবে কাকে? তবে কি প্রথম ম্যাচের আগে আর কোনো বিকল্প পাঠানো হবে না?

আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন, ‘আমরা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছি। লিটন পুরোপুরি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে। আমরা কাল মঙ্গলবার তার অবস্থা দেখে ব্যবস্থা নেব। তবে এই মুহূর্তে আমরা তার বিকল্প পাঠানোর কথা ভাবছি না।’

আজ সোমবার সন্ধ্যার পর আলাপে প্রধান নির্বাচকের কথার অন্তর্নিহিত ভাব হলো, টিম ম্যানেজমেন্ট আশা করছে লিটন হয়তো দুই-একদিনের মধ্যে ভালো হয়ে যাবেন। মানে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে না পারলেও ৩ সেপ্টেম্বর আফগানদের সঙ্গে দ্বিতীয় খেলায় হয়তো নামতে পারবেন।

আর যদি সে ম্যাচ নাও পারেন, আপাতত তার বিকল্প পাঠানো হবেনা। তখন দল সুপার ফোরে গেলো কিনা, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিনে হয়তো লিটন সুস্থ হয়ে উঠবেন। না উঠলে তখন বিকল্প ভাবা হবে।