দুবাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি প্রবাসির যানা গেলো পরিচয়

দুবাইয়ে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো.ইস্রাফিল(৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আজমানে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইস্রাফিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের দায়েম উল্যাহ মৌলভী বাড়ির বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, ইস্রাফিল প্রায় ৮ বছর আগে দুবাইতে গিয়েছিলেন। গত বছর দেশে ফিরে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর ছুটি শেষে দুবাই ফিরে যান। দেশটিতে নির্দিষ্ট কোনো কাজ না থাকায় যেখানে কাজ পেতেন সেখানেই তিনি কাজ করতেন। গত সোমবার কাজে গিয়ে না ফেরায় তার বন্ধু ও স্বজনরা খুঁজতে থাকে। পরে গতকাল মঙ্গলবার রাত ৯টায় একটি হাসপাতাল থেকে খবর আসে ইস্রাফিল কাজ শেষে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো.ইমাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করি।