এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি: বিমানের টিকিট কেটেও মায়ের কোলে ফেরা হলো না মালয়েশিয়া প্রবাসী মুন্সীগঞ্জের মো. বিল্লাল মিয়ার (৩৫)।
ছুটিতে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কাটার পর পরিবারের জন্য শপিং করতে গিয়ে অসুস্থ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর কিছুসময় ধরে খিঁচুনি দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলাদেশি মার্কেট থেকে বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্বজনের বরাতে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী জালান সিলাং কোতারায়ার বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও মো. নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া পরিবারের জন্য শপিং করার জন্য কোতারায়া বাংলাদেশি মার্কেটে আসেন। এসময় হঠাৎ করে অসুস্থ অনুভব করলে মাটিতে বসে পড়েন। এরপর কয়েকবার খিঁচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন।
উপস্থিত লোকজন অ্যাম্বুলেন্সে কল দিলে সেখানে আসা চিকিৎসক বিল্লাল মিয়াকে পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় বালাই থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তার সঙ্গে দেশে যাওয়ার বিমান টিকেট, স্বর্ণালংকার ও শপিংয়ের বিভিন্ন মালামাল পাওয়া যায়।