ফিন্যানশিয়াল স্পেশালিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে দূতাবাস কর্তৃপক্ষ। নির্বাচিতদের সপ্তাহে ৪৫ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে।
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অ্যাকাউন্টিং/ফিন্যান্স/অর্থনীতি/ম্যানেজমেন্ট বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা : ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/সরকারের ফিন্যান্স বিভাগ/বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বা ফিন্যানশিয়াল ম্যানেজমেন্টে ফিন্যানশিয়াল স্পেশালিস্ট/ফিন্যানশিয়াল ম্যানেজার/ফিন্যানশিয়াল প্রজেক্ট/প্রগ্রাম ম্যানেজার/ফিন্যানশিয়াল অ্যাকাউন্ট্যান্ট/ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট/ফিন্যানশিয়াল কনসালট্যান্ট বা ফিন্যানশিয়াল অ্যাডভাইজার হিসেবে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।
এ ছাড়া নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক যাচাইয়েও উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে।
বেতন : মাসে ২ লাখ ১২ হাজার টাকা। মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
সাপ্তাহিক ছুটি : ২ দিন।