গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়ে হারানো মর্যাদা ফিরে পেলেন আদানি ও পুতিন!

ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স অনুসারে এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়ে হারানো মর্যাদা ফিরে পেলেন গৌতম আদানি ও ভ্লাদিমির পুতিন!

জানা গিয়েছে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি তার একাধিক কোম্পানির শেয়ারে পতন হওয়া সত্বেও গত শুক্রবার তার হারানো মর্যাদা ফিরে পেয়েছেন। মূলত, তিনি ফের চীনের ধনকুবের ঝং শানশানকে পেছনে ফেলে এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছেন।

তবে, প্ৰথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের ধনকুবেরদের তালিকায় শীর্ষ-৫০ তে ফিরে এসেছেন। আপাতত পুতিনের ২৯ বিলিয়ন ডলারের মোট সম্পদ রয়েছে এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তার অবস্থান হল ৪৯ তম।

উল্লেখ্য যে, গত শুক্রবার আদানি গ্রুপের বেশ কয়েকটি শেয়ারের পতনের কারণে গৌতম আদানির সম্পদ ৮.৯০ মিলিয়ন ডলার হ্রাস পায়। তা সত্বেও তিনি ঝং শানশানকে মোট সম্পদের বিচারে টপকে যান। এদিকে, গত শুক্রবার ঝং শানশানের সম্পত্তি ১.২০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

আর এইভাবেই এগিয়ে গিয়েছেন আদানি। এমতাবস্থায়, ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ হল ৬৩.৯০ বিলিয়ন ডলার। অপরদিকে, ঝং শানশানের মোট সম্পদ হল ৬৩.৫ বিলিয়ন ডলার।