হাসপাতালে সঙ্গম চলাকালীন মৃত্যু রোগীর! চাকরি হারালেন নার্স

চূড়ান্ত স্বেচ্ছাচারিতার অভিযোগে চাকরি গেল ইংল্যান্ডের এক নার্সের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক রোগীর সঙ্গে সম্পর্কে জড়ান ওই তরুণী। সম্প্রতি উভয়ে যৌ’নতায় লিপ্ত হলে স’ঙ্গ’ম চলাকালীন মৃত্যু হয় যুবক রোগীর।

হাসপাতালের পার্কিং লটে একটি গাড়ির ভিতর থেকে অ’র্ধন’গ্ন অবস্থায় উদ্ধার হয় যুবকের দেহ। তরুণী স্বীকার করেছেন, গত এক বছর ধরে রোগীর সঙ্গে সম্পর্ক ছিল তার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ইংল্যান্ডে।

অভিযুক্ত নার্স ৪২ বছরের পেনেলোপ উইলিয়ামস। অন্যদিকে কিডনির অসুখের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুবক। তার ডায়ালেসিস চলছিল। রোগীর সঙ্গে সম্পর্কের কথা জানতেন উইলিয়ামসের সহকর্মীরা। তারা এই বিষয়ে সতর্ক করেছিলেন। যদিও তা উপেক্ষা করেন উইলিয়ামস।

হাসপাতালের শৃঙ্খলা ভাঙার পাশাপাশি তরুণীর বিরুদ্ধে অভিযোগ, যুবক অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার ব্যবস্থা করেননি তিনি। ঘটনার কথা জানতে পেরে সহকর্মীরাই ব্যবস্থা নেন। যদিও ততক্ষণ মৃত্যু হয়েছে রোগীর। শুরুতে পুলিশকে তরুণী জানান, কালে ভদ্রে যুবকের কাছে যেতেন।

রোগী অসুস্থ বোধ করলে তবেই তার কাছে যেতেন বলেও দাবি করেন উইলিয়ামস। ঘটনার রাতে পার্কিং লটে একটি গাড়িতে উভয়ে ত্রিশ থেকে পয়তাল্লিশ মিনিট কাটিয়ে ছিলেন। তার দাবি, অধিকাংশ সময় গল্প করেছিলেন। যদিও পরবর্তীতে স্বীকার করেন, যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সেদিন রাতে স’ঙ্গ’মে লি’প্ত হতেই দেখা করেছিলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স’ঙ্গ’মের ধকল নিতে পারেননি অসুস্থ যুবক। অ’ন্তর’ঙ্গ অবস্থায় হৃদরোগ আ’ক্রা’ন্ত হয়ে মৃত্যু হয় তার। দোষী সাব্যস্ত করে নার্সকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলও ঘটনার তদ’ন্ত শুরু করেছে। তরুণীর নার্সিং যোগ্যতা বাতিল করতে পারে এনএমসি।