আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

উদ্যোগ নেওয়ার সাড়ে তিন বছর পর আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো এনআইডি সেবা পাচ্ছে।সোমবার (১০জুলাই) আনুষ্ঠানিকভাবে ভোটারদের হাতে এনআইডি তুলে দেওয়া হবে শনিবার(৮ জুলাই)নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে। প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে চান। অধিকাংশ ক্ষেত্রে এনআইডি না থাকায় অনেকে হুন্ডির মাধ্যমে দেশে অবৈধ উপায়ে অর্থ পাঠাতেন। এখন এনআইডি পেলে হুন্ডির পথ রোধ হবে, বৈধ পথে রেমিটেন্স আসবে। এতে দেশের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। পাশাপাশি এ সেবা মোবাইল ব্যাংকিসহ নাগরিকদের নানা ধরনের কাজেও লাগবে।

তিনি বলেন,ইসির দীর্ঘদিনের প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের হাতে এনআইডি তুলে দেওয়ার উদ্যোগ সফল হচ্ছে। এতে সম্মানিত প্রবাসীদের নানা প্রকার নাগরিক সেবা গ্রহনসহ রেমিটেন্স পাঠানো যেমন সহজতর হবে তেমনিই দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ইতোমধ্যে নিবন্ধনকৃত শতাধিক প্রবাসী বাংলাদেশীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।এর ফলে দেশের বাইরে জাতীয় পরিচয় নিবন্ধনের এর নতুন দ্বার উন্মোচিত হবে।

জানা যায়,গত জুন/২০২৩ এ আবুধাবিস্থ বাংলাদেশ দুতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট এর মাধ্যমে পরীক্ষামুলক এ কাযক্রম শুরু করা হয়। নির্বাচন কমিশনের নিজস্ব টিম (কারিগরি ও প্রশাসনিক) এর সহযোগিতায় দূতাবাস সংশ্লিষ্ট জনবলকে এতদ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, যন্ত্রপাদিত স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা, স্থানীয় মোবাইল নম্বরে এসএমএস প্রেরণসহ প্রয়োজনীয় কাযক্রম সফলভাবে সম্পন্ন হয়।আগামী ৯ জুলাই মাননীয় নির্বাচন কমিশনার ব্রি. জে. মো. আহসান হাবির খানের নেতৃত্বে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ০৪ সদস্য বিশিষ্ট একটি টিম সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।মাননীয় কমিশনার, মান্যবর রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল এর উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়ত্র প্রদান কার্যক্রমের ১০ জুলাই আনুষ্ঠিানিক উদ্বোধন করবেন।