বুর্জ খলিফাকে পেছনে ফেলতে আসছে বুর্জ মুবারক

বর্তমানে বিশ্বের সবচেয়ে সুউচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। এর দৈর্ঘ্য ৮২৮ মিটার। তবে অচিরেই এ গৌরব হারাতে যাচ্ছে বুর্জ খলিফা। কুয়েতে নির্মিত হচ্ছে ‘বুর্জ মুবারক’ নামে আরও উঁচু ভবন। নির্মাণকাজ শেষ হওয়ার পর এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। খবর অ্যারাবিয়ান বিজনেস।

আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে ১ হাজার ১ মিটার উচ্চতার বুর্জ মুবারক আল কবির নির্মাণের কাজ হাতে নিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। এটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ। চলতি বছরের মধ্যে এ সিটির নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ সিটির প্রাণকেন্দ্রেই বুর্জ মুবারক নির্মাণ করা হবে। এক কিলোমিটার উচ্চতার এই স্থাপনার পুরো নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে ২৫ বছর। এতে থাকবে ২৩৪টি ফ্লোর। এতে একসঙ্গে অবস্থান করতে পারবেন সাত হাজারের বেশি মানুষ। পুরো সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন মালিক কর্তৃপক্ষ। প্রকল্পটিতে প্রচুর দেশি-বিদেশি বিনিয়োগ আসবে বলেও ধারণা করা হচ্ছে।

বুর্জ মুবারকের নির্মাণ কাজে ডাবল বা ট্রিপল ডেকার এলিভেটর ব্যবহার করা হবে। তীব্র বাতাসের মধ্যেও যেন ভবনটি টিকে থাকতে পারে সে পরিকল্পনা নিয়েই তৈরি করা হচ্ছে এক কিলোমিটার উচ্চতার এ স্থাপনা।

ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারলকিং ও বাঁকানো কাঠামোর মাধ্যমে স্থাপনাটি তৈরি করা হবে। এর ফলে ১৫০ কিলোমিটার গতির বাতাসেও ভবনটির কোনো ধরনের ক্ষতি হবে না।