ভারতের ছত্রিশগড়ের কবীরধম বিভাগে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সদ্য বিবাহিত এক যুবক এবং তার বড় ভাই। যে বোমা বিস্ফোরণে দু’জন মারা গেছেন সেটি একটি উপহারের আড়ালে পাঠিয়েছিলেন নিহত বরের স্ত্রীর সাবেক প্রেমিক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
মূলত অন্য জায়গায় প্রেমিকা বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে ওঠেন ওই যুবক। এর প্রতিশোধ নিতে এমন জঘন্য কাণ্ড ঘটান তিনি।
এনডিটিভি জানিয়েছে, নিহত নতুন বর ২২ বছর বয়সী হিমান্দ্র মেরাই গত ১ এপ্রিল বিয়ে করেন। ওই বিয়েতে উপহার হিসেবে একটি ‘হোম থিয়েটার মিউজিক সিস্টেম’ পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করেন তিনি। এর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে এটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই বর হিমান্দ্র নিহত হন। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় তার বড় ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ঘরের দেওয়াল ধসে এক নারী ও এক বছর বয়সী এক শিশুও গুরুতর জখম হয়েছে।
বিস্ফোরণের পর তদন্তে নামে পুলিশ, তারা তদন্তে খুঁজে পায় ওই হোম থিয়েটার মিউজিক সিস্টেমটি বিস্ফোরকে ঠাসা ছিল। কে এই উপহার দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তারা। এক পর্যায়ে তারা জানতে পারেন, যে ব্যক্তি এ উপহারটি দিয়েছিলেন তিনি সদ্য বিবাহিতা মেয়েটির প্রেমিক ছিলেন।
এমন হীন কাণ্ড ঘটনো ওই যুবকের নাম সার্জু। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়। কবীরধম বিভাগ পুলিশ এসপি মনিশ ঠাকুর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সার্জু স্বীকার করেছেন, তার প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি ক্ষীপ্ত হন। আর ওই রাগ থেকে বিস্ফোরকসহ একটি উপহার দেন তিনি।