কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শোচনীয় হারে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর প্রায় তিন মাস মাঠে নামেনি সেলেসাওরা।
বিশ্বমঞ্চের তিক্ততা ভুলে সম্প্রতি মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে স্বাগতিক মরক্কোর কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে ক্যাসিমিরো দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে হেরে যেন নিজেদের ফুটবল ছন্দই হারিয়ে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবার নতুনভাবে শুরু করতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামী ২০ মে থেকে শুরু হবে যুব ফুটবল বিশ্বকাপ।
শুক্রবার (৩১ মার্চ) ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেস।
নতুন দলে অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় সুযোগ পাওয়া ফুটবলারদেরই প্রাধান্য দিয়েছেন মেনেজেস। এ দলে ভিটোর রোকু, মাইকেল, আর্থাররাও সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপ শুরুর আগে স্পেনে ১৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যে ডোমিনিকান রিপাবলিক, ইরাক এবং উজবেকিস্তান কিংবা সেনেগালের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলের যুবারা।
২৩ সদস্যের ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল: কাইকো, সান্তোস, মাইকেল, আর্থার, তবিয়াস, কাইকি ব্রুনো, প্যাট্রিক, বেরাল্ডো, মাইকেল, রবার্ট, মেলো, আন্দ্রে, গোমেজ, আলেক্সান্ডার, রোনাল্ড, গুলহার্মে, এন্ড্রিক, জিওভানি, লিওনার্দো, রোকু, বিরো, জিওভানে এবং পেদ্রিনহো