আর্জেন্টাইন গোলরক্ষকের কারণে পাল্টে গেল পেনাল্টির নিয়ম!

অবশেষে পাল্টে গেল পেনাল্টির নিয়ম। শনিবার নতুন এই নিয়মের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। যা আগামী জুলাই থেকে কার্যকর করা হবে। নতুন নিয়ম পালনের দায়টা মূলত পেনাল্টি নেওয়া ফুটবলারের নয়, গোলরক্ষকের।

ফিফাকে নিয়ম পাল্টাতে হয়েছে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কারণে। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের খেলোয়াড়দের মনোযাগ নষ্ট করতে নানারকম শারীরিক অঙ্গভঙ্গি দেখান তিনি। কিলিয়ান এমবাপ্পেদের মনোযোগ নষ্ট করতে একাধিকবার বল দূরেও পাঠিয়ে দিয়েছেন আর্জেন্টাইন শেষ প্রহরী।

লুসাইলের ফাইনাল শেষে মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি ভাবিয়ে তোলে আইএফএবি ও ফিফাকে। সেই ভাবনার ইতিবাচক ফল এলো। নতুন আইন অনুসারে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে গোলরক্ষকদের। পেনাল্টি শট নিতে আসা খেলোয়াড়কে বিরক্ত করা যাবে না। তাদের মনোযোগ নষ্ট হয় এমন কোনো অঙ্গভঙ্গিও দেখানো যাবে না।

দ্বিতীয়ত, পেনাল্টি শট নেওয়ার সময় গোলরক্ষকে থাকতে হবে পোস্টের মাঝামাঝি গোললাইনে। খেলোয়াড় শট নেওয়ার আগ পর্যন্ত গোলপোস্ট, ক্রসবার কিংবা জালও ছুঁতে পারবেন না গোলরক্ষক। কোন দিকে বল মারতে হবে এমন ইশারাও দেওয়া যাবে না। পেনাল্টি টেকারকে মানসিকভাবে দুর্বল করতে এ ধরনের কৌশলের আশ্রয় নিয়ে থাকেন তারা।

নতুন আইনের সঙ্গে আগের যে সাধারণ নিয়মাবলী আছে সেসবও বলবৎ থাকবে। নতুন নিয়ম ভাঙলে কী ধরনের শাস্তি দেওয়া হবে গোলরক্ষককে সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। তবে স্বাভাবিকভাবেই গোলরক্ষক নিয়ম ভাঙলে পুনরায় স্পট কিক থেকে শট নেওয়া হবে।