রাত পোহালেই মাঠে নামছে নেইমারের ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৪টায় ব্রাজিলকে আতিথেয়তা দেবে মরক্কো। শক্তি সামর্থ্য কিংবা ইতিহাস ঐতিহ্য সবদিক থেকেই মরক্কোর তুলনায় যোজন যোজন এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপরও সবশেষ কাতার বিশ্বকাপের কথা বিবেচনা করলে সব তুলনা ধুলোয় মিশে যাবে। কারণ বিশ্বকাপের ২২তম আসরে দুর্দান্ত ছিল মরক্কোয়ানরা। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বমঞ্চের শেষ চারে খেলার গৌরব অর্জন করে মরক্কো।

মরক্কো দলে আছে হাকিম জিয়াশ, আমরাবাত, আশরাফ হাকিমি, ইয়াসিন বোনোদের মতো দুর্দান্ত সব পারফর্মাররা। যদিও নিজেদের প্রতি বিশ্বাস নিয়েই আসন্ন চ্যালেঞ্জ উতরে যেতে চান ব্রাজিলের কোচ মেনেজেস। তিনি বলেন, ‘শুধু আমিই না, দলের প্রতিটা খেলোয়াড়ের জন্য মরক্কো আসা দারুণ ব্যাপার। প্রতিটা দিনই ফুটবলাররা বুঝিয়ে দিচ্ছে যে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামাটা কতটা তৃপ্তির।’

‘আসন্ন ম্যাচের আবহ কেমন হবে সেটা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। দেশের জার্সিতে ম্যাচ খেলা, গ্যালারিতে প্রতিপক্ষের সমর্থন, বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সের পর দেশের মাঠে মরক্কোর খেলা এবং চাপ সবকিছু নিয়েই কথা বলেছি। ছেলেরা ম্যাচটি খেলতে মুখিয়ে আছে। সবার চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন জাতীয় দলের হয়ে মাঠে নামতে তারা কতটা উদগ্রীব হয়ে আছে।’

অন্তর্বর্তীকালীন দায়িত্বের সর্বোচ্চ ব্যবহার করতে চান মেনেজেস, ‘আমি সব সময়ই সুযোগের কথা বলে আসছি। এটাও আমার জন্য অনেক বড় একটা সুযোগ। নিজের সেরাটা দিয়ে এটাকে কাজে লাগাতে চাই। দুর্দান্ত এই ফুটবলারদের কোচিং করাতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। প্রতিনিয়তই আমি দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করি।’