গোলরক্ষকের ওপর হামলায় নিষিদ্ধ ৪০ বছর, দেখুন (ভিডিওসহ)

ইউরোপা লিগের ম্যাচে সেভিয়ার কাছে (২-০) গোলে পিএসভির পরাজয় মেনে নিতে পারেননি ক্লাবটির এক সমর্থক। ম্যাচটি শেষ হয়নি। এর মধ্যে ওই সমর্থক সেভিয়া গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের ওপর হামলা করে বসেন। যান কারণে বেশ বড়সড় শাস্তিই দিয়েছে পিএসভি। ঘরের মাঠে ওই ভক্তকে ৪০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে তিন মাসের জেল দেওয়া হয়।

২০ বছর বয়সী ওই ভক্তের কাণ্ডে পিএসভির বিরুদ্ধে ডিসিপ্লিনারি তদন্ত শুরু করেছে উয়েফা। যদিও বড় অঙ্কের জরিমানা হওয়ার আগেই ডাচ ক্লাব পিএসভি ওই ভক্তকে নিষেধাজ্ঞা দিয়েছে। ইউরোপা লিগে সেদিন পিএসভির কাছে ২-০ গোলে হেরেছে সেভিয়া। সেভিয়া হারলেও দুই লেগ মিলে ৩-২ গোলে তাদের জয় নিশ্চিত হয়েছে।

ওই দর্শক প্রথমে মাঠে ঢুকে সার্বিয়ান গোলরক্ষকের মুখে ঘুষি দেওয়ার চেষ্টা করেন। যদিও পরে দিমিত্রোভিচ তাকে উল্টে শুইয়ে দেন। এরপর ম্যাচটা চালিয়েও যেতে পেরেছিলেন দিমিত্রভ।

গোলরক্ষককে হামলার ঘটনায় ব্যবস্থা নিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও। দেশটির জাতীয় স্টেডিয়ামগুলোতে ওই ভক্তকে ২০২৬ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে। পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশেপাশের এলাকাতেও তিনি দুই বছর নিষিদ্ধ থাকবেন।