গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। রোববার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলে তারা। এক তরফাভাবে ম্যাচটি জিতে নেয় পোল্যান্ড। জয়ের ব্যবধান পোল্যান্ড ৮৬-৩৪ আর্জেন্টিনা।
এই জয়ে গ্রুপপর্বে ৫ ম্যাচ খেলে ৪ হার ও ১ জয়ে পোল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট। আর ৫ ম্যাচের ৫টিতে হেরে কোনো পয়েন্ট সংগ্রহ ছাড়াই এবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আসর শেষ করল টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দল আর্জেন্টিনা।
সোমবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, আরেক সেমিতে চাইনিজ তাইপের মুখোমুখি ইরাক। টুর্নামেন্টের গ্রুপ পর্বে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে, আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে, নেপালকে ৪০-২৪ পয়েন্টে, ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে এবং ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে সর্বাধিক ১০ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
অন্যদিকে বি-গ্রুপে শ্রীলংকাকে ৩৬-৩২ পয়েন্টে, কেনিয়াকে ৪৭-৪২ পয়েন্টে, মালয়েশিয়াকে ৫৯-২৪ পয়েন্টে এবং ইন্দোনেশিয়াকে ৫৫-২৬ পয়েন্টে হারিয়ে আট পয়েন্ট নিয়ে বি-গ্রুপের রানার্সআপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে থাইল্যান্ড। তবে তারা গ্রুপ পর্বে চাইনিজ তাইপের কাছে ৪০-২৮ পয়েন্টে হেরেছিল।