হঠাৎ অনিশ্চিত ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত প্রথম ম্যাচ জিতেছে তারা। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ঘিরে হঠাৎই দেখা দিয়েছে আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেই ম্যাচে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এতটাই যে, পুরো ম্যাচ হবে না বলে মনে করছেন অনেকেই।

গত কয়েক দিন ধরে অবশ্য অন্য সমস্যার মধ্যে ছিলেন বিশাখাপত্তনমের পিচ কিউরেটররা। এত কড়া রোদ যে পিচ তৈরি করতেই ঘাম ছুটে যাচ্ছিল তাদের। ব্যাটিংয়ের স্বর্গরাজ্য তৈরি করতে চেয়েছিলেন তারা। সে জন্য সূর্যের আলো থেকে পিচকে বাঁচানোর জন্যে দরকার ছিল। ফলে পিচ ঢেকে রাখতে হচ্ছিল তাদের।

এদিকে শনিবার পরিস্থিতি পুরো উল্টো হয়ে যায়। এদিন অসহ্য গরম থেকে হঠাৎ আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া যে এত দ্রুত এভাবে বদলে যাবে, এটা মাঠকর্মীরা বুঝতে পারেননি। দ্রুত কভার এনে গোটা মাঠের ৮০ শতাংশ ঢেকে ফেলা হয়েছিল বটে, কিন্তু রোববারের জন্য নিশ্চিন্ত থাকা গেল না।

পূর্বাভাস বলছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। পুরো সময় না হলেও, কিছুক্ষণ বৃষ্টি হতেই পারে। ফলে ওভার কমার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশাখাপত্তমের আবহাওয়া এমনিতেই কিছুটা দোদুল্যমান। কখনও রোদ, কখনও বৃষ্টি এখানকার বাসিন্দারা হরহামেশা দেখে থাকেন। বেশিরভাগ সাইক্লোনই এই শহরে আছড়ে পড়ে।

গত দু’দিন ধরে হালকা বৃষ্টি মাঝেসাঝে হচ্ছিল। তার মধ্যেই ঝুঁকি নিয়ে ২৮ হাজার দর্শক টিকিট কেটে ফেলেছেন। অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার কর্তাদের দাবি, অনলাইনের টিকিট আধ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।