সাকিব-হৃদয়ের শতরানের জুটি

সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথম ব্যাটিং করে বাংলাদেশ।

দলীয় ১৫ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ৪৯ রানে আউট হন লিটন কুমার দাস। তিনি ৩১ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ২৬ রানে ফেরেন।

লিটন তামিম আউট হওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩৪ বলে এক বাউন্ডারিতে ২৫ রান করেন। ৮১ রানে ৩ উইকেট পতনের পর সাকিবের সঙ্গে দলের হাল ধরেন তৌহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তাড়া ইতোমধ্যে ১২৯ বলে ১৩৫ রানের জুটি গড়েছেন।