বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একদিকে যেমন সাফল্যে বাংলাদেশে সবার চেয়ে এগিয় আছেন, তেমননি বির্তকেও সবাইকে ছাড়িয়ে গেছেন। সাকিবের একাধিক বিতর্কিত কাণ্ডের তালিকায় এবার নতুন করে যোগ হলো পুলিশ সদস্য হত্যা মামলার আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করা। এ নিয়ে যখন চারিদিকে সমালোচনার ঝড় ঠিক তখন নতুন আরেক বিস্ফোরক তথ্য দিলেন ব্যারিস্টার সুমন।
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আলোচিত ব্যবসায়ী আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া ক্রিকেটার সাকিব ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ডিবি থেকে নিষেধ করার পরও সাকিব ও হিরো আলম দুবাইয়ে গিয়েছেন। তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ আছে সেটিও খতিয়ে দেখা হবে।
ডিবির এমন মন্তব্যের পর নিজের ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, ‘সাকিব আল হাসান এমন একজন মানুষ সে কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেনা। কিছুদিন আগে তার সাথে সোনারগাও হোটেলে দেখা হয়েছিল (বাংলাদেশ বনাম ভারতের সিরিজকের সময়), সেখানে সে আমাকে দেখে পুলিশ এবং বিসিবির কর্মকর্তার সামনে আমাকে মারতে এসেছিল।’
সুমন আরো বলেন, ‘পুলিশ সহ আরো অনেকেই আমাকে বলেন থাক ভাই বাদ দেন সে সেলিব্রিটি মানুষ, তার কথা বলে লাভ নাই। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে সেই জুয়ার বিষয় থেকে ধরে আজকে তার দুবাইয়ে এই উদ্বোধনের ঘটনা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে বিদ্ধান যদি খারাপ মানুষ হয় তাহলে সে পরিত্যাজ্য। মানুষ হিসেবে সে যদি ভালো না হয় তাহলে তার ফ্যান হওয়ার সুযোগ নাই। আমাকে সে যেদিন মারতে এসেছিল আমি কাউকে কিছু বলি নাই আল্লাহর কাছে বিচার দিয়েছি। বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন যদি এমন বেয়াদব হয় তাহলে বিচার দেওয়ার জায়গা থাকে না।’