দেশের মাটিতে ইংল্যান্ডকে টি-২০তে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ের পর টি-২০ ফরম্যাটে র্যাংকিংয়ের উন্নতি হয়েছে টাইগার বাহিনীর। আন্তর্জাতিক টি-২০তে পয়েন্ট বাড়লেও র্যাংকিংয়ে অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশের।
ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলার আগে পয়েন্ট টেবিলের নবম স্থানে ছিল বাংলাদেশ। নতুন তালিকাতেও সেখানেই আছে সাকিবের দল। কিন্তু যুক্ত হয়েছে ৫ রেটিং পয়েন্ট।
পরিসংখ্যান বলছে, ইংলিশ বধের আগে ৫১ ম্যাচ থেকে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২২। তবে ইংলিশদের সঙ্গে ৩ ম্যাচ জেতার পর তা দাঁড়িয়েছে ২২৭-এ।
টি-২০তে দলীয় র্যাংকিংয়ে উন্নতি না হলেও বাংলাদেশি খেলোয়াড়দের ব্যক্তিগত অবস্থানে পরিবর্তন এসেছে। উন্নতি হয়েছে সিরিজ সেরা নাজমুল হোসেন শান্ত ও শেষ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ লিটন দাসের।
প্রথম ম্যাচে ৫১ রানে আউট হন শান্ত। পরের দুই ম্যাচে অপরাজিত ৪৬ ও ৪৭ রান করেন তিনি। ৬৮ ধাপ এগিয়ে টি-২০ ব্যাটারদের তালিকায় ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি।
ক্যারিয়ার সেরা ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শান্ত আছেন বিরাট কোহলির (৬১২) পরে। টি-২০ ব্যাটারদের তালিকায় শান্তই বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে।
এছাড়াও শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ৭৩ রান করে ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন লিটন দাস। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ২২ নম্বরে।