রোনাল্ডোকে যে সুখবর দিলেন মার্টিনেজ

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্যারিয়ারের শেষ দিকে এসেও সৌদি লিগে যোগ দিয়ে পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। ৩৮ বছর বয়সি এ খেলোয়াড় এখনো জাতীয় দলকে বিদায় জানাননি।

এদিকে পর্তুগালের জার্সিতে রোনাল্ডোকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে রোনাল্ডোর জাতীয় দলে খেলা নিয়ে সুখবরই দিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

কাতার বিশ্বকাপের পরই পর্তুগালের দায়িত্ব নেন মার্টিনেজ। এখন পর্যন্ত পর্তুগালকে নিয়ে বড় কোনো পরীক্ষা দিতে হয়নি তাকে। মার্টিনেজের সামনে বড় চ্যালেঞ্জ ইউরো ২০২৪-এর বাছাইপর্ব।

সেই বাছাইপর্বের ম্যাচের জন্য এখনো পর্তুগাল দল ঘোষণা না করলেও সেই দলে সুযোগ পাচ্ছেন রোনাল্ডো। অর্থাৎ রোনাল্ডোকে দলে রেখেই ২০২৪ ইউরোর স্বপ্ন দেখছে পর্তুগাল।