আগামী অক্টোবর মাসে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বমঞ্চে অংশ নিতে প্রতিবেশী দেশটিতে যাবে না পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম জিও নিউজ।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় এই দুই দল
জিও নিউজি জানিয়েছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তান দলকে নো অবজেকশন সার্টিফিকিটে, এনওসি দেবে না দেশটির সরকার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে, ভারতে গেলে নিরাপত্তাহীনতায় পড়তে পারে বাবর আজম বাহিনী। তাই নিজেদের দলকে বিশ্বকাপে পাঠাবে না শাহবাজ শরিফের সরকার।
একাধিক কারণে নিজেদের দলকে ভারতে নিরাপদ মনে করছে না পাকিস্তান সরকার। ভারতে দিন দিন মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুদের নৃশংসতা বেড়েই চলেছে। শুধু তাই নয়, দীর্ঘ দিন ধরেই এই দুই দেশের মধ্যে রাজনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। তাই ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান সরকার। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সরকারের এক কর্মকর্তা।
গণমাধ্যমকে ওই কর্মকর্তা বলেন, ‘ভারতে বর্তমানে মুসলমানদের অবস্থা ভালো যাচ্ছে না। সংখ্যা গরিষ্ঠদের তাদের কোণঠাঁসা করে তুলছে। উগ্রবাদী হিন্দুরা মুসলিম সম্প্রদায়ের ওপর নানারকম অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে এমন কোন কাজ নেই যা সেখানে করা হচ্ছে না। এমন সময়ে আমরা আমাদের ক্রিকেট দলকে সেখানে বিশ্বকাপ খেলতে যেতে দিতে পারি না। পাশাপাশি আমরা পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমাদের শঙ্কা রয়েছে। এসব বিবেচনা করে আমরা আমাদের ক্রিকেট দলকে ভারতে যেতে দিতে চাচ্ছি না।’
এর আগে আসন্ন এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে অস্বীকৃতি জানিয়েছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআিই। সংস্থাটির এমন সিদ্ধান্তের কারণে পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ কোনো ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করতে চাচ্ছে কর্তৃপক্ষ।