ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জয়ই বাংলাদেশের জন্য বিশেষ কিছু। সেখানে সিরিজ জয় নিঃসন্দেহে দুর্দান্ত অর্জন। রোববার (১২ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো এ কীর্তি গড়েছে টাইগাররা। যার মাধ্যমে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান গড়েছেন অনন্য রেকর্ড।
গতকাল সিরিজের দ্বিতীয় টি-২০তে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ইংলিশদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়। এমন ঐতিহাসিক দিনে অধিনায়ক হিসেবে টি-২০তে সবচেয়ে বেশি জয়ে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে গেছেন সাকিব।
মাশরাফীর অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-২০ জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের। অন্যদিকে, সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-২০ জয় ও ২২টি হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। রোববার মাশরাফীকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন সাকিব।
সাকিবের সামনে এখন শুধুই মাহমুদউল্লাহ রিয়াদ। টি-২০তে অধিনায়ক হিসেবে তার নেতৃত্বেই সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয়, ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
পরিসংখ্যানে সফল ৩ অধিনায়ক
অধিনায়ক ম্যাচ জয় পরাজয়
মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ ১৬ ২৬
সাকিব আল হাসান ৩৩ ১১ ২২
মাশরাফী বিন মোর্ত্তজা ২৮ ১০ ১৭