রোববার (১২ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার মিশনে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বেশ ভালোভাবেই সেই মিশনে সফল হয়েছে সাকিব আল হাসানের দল। তবে ১১৮ রানের লক্ষ্য পাওয়ার পর অধিনায়ক সাকিব ড্রেসিংরুমে জানিয়েছিলেন খুশি হওয়ার কিছু নেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজও সেই কথা’ই শোনালেন।
ড্রেসিং রুমে অধিনায়ক সাকিবের সেই আলাপ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘একটা জিনিস হয় না, আমরা ওদের ১১৭ রানে অলআউট করে খুশি হয়ে যাই। ড্রেসিং রুমে বারবার অধিনায়ক বলছিলেন যে, খুশি হওয়ার কিছু নেই। খেলাটা শেষ হোক, তারপর আমরা উপভোগ করব। তবে প্রতিটা রান, প্রতিটা মোমেন্ট আমরা যেন সিরিয়াস থাকি এবং সবাই যেন উপভোগ করি। মাঠে যারা খেলছে তাদের সাপোর্ট করি। এজন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে।’
মিরাজ আরও বলেন, ‘ওরা কিন্তু শুরুটা খুবই ভালো করেছে। ওদের প্রথম ৬ ওভারে ৫০ রান ছিল। এরপর সাকিব ভাই একটা ব্রেক থ্রু এনে দিলেন, হাসান মাহমুদও উইকেট নিল তারপর। আমার ওভারেও ব্যাক টু ব্যাক উইকেট এলো, এই জিনিসটা ওদের মোরালি অনেক ডাউন করেছে। একটা টি-টোয়েন্টি ম্যাচে এক ওভার-দুই ওভার পরপর উইকেট গেলে একটা দলের জন্য অনেক কঠিন হয়ে যায়। কারণ তারা জুটি গড়তে পারে না। ওরা সেখানেই ভুলটা করেছে। ওরা যদি ভুল না করত, উইকেট না পড়ত, তাহলে দেখা যেত ১৬০+ রান হতো।’
সাকিব আল হাসানের পাশাপাশি দলের অন্যান্য বোলারদেরও কৃতিত্ব দিয়ে মিরাজ বলেন, ‘আমাদের বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। সাকিব ভাই দুর্দান্ত বোলিং করেছে। বাটলারের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছে হাসান মাহমুদ। মাঝখানে আমি ও মুস্তাফিজ সাপোর্ট দিয়েছি। ওভারঅল আমাদের বোলার যারা ছিল, তাসকিন শুরুতে খুব ভালো করেছে। সবমিলিয়ে আমাদের বোলাররা খুব ভালো করেছে।’