হঠাৎ করে চারতলা একটি ভবন মুথ থুবড়ে রাস্তার ওপর পড়েছে। আজ বিকেলে দিল্লির ভজনপুরা এলাকার বিজয় পার্কে এ ঘটনা ঘটেছে। ভবন ধসে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি।
রাস্তার পাশে চারতলা ভবনটি (ডানে) হঠাৎ সামনের দিকে মুখ থুবড়ে পড়তে থাকে (বামে)
দিল্লি ফায়ার সর্ভিসের ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, বিকেল তিনটার দিকে আমরা সাই বাবা মন্দিরের পাশে একটি ভবন ধসের খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
পুলিশ জানিয়েছে, ভবন ধসে পড়ছে দেখে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে গিয়ে কয়েকজন পথচারী সামান্য আহত হয়েছে। ভবনটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি।
এর আগে ১ মার্চ নর্থ দিল্লির রোশনারা এলাকায় একটি চারতলা ভবন অগ্নিকাণ্ডের জেরে ধসে পড়ে। তবে ওই দুর্ঘটনায় কোনো প্রণহানি হয়নি।