যে কারণে ভারতীয় শিক্ষার্থীকে নিষিদ্ধ করল আমেরিকান এয়ারলাইন্স

বিমানে মাতাল অবস্থায় সহযাত্রীর গায়ে পেশাব করে দেওয়ায় ভারতের এক শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে আমেরিকান এয়ারলাইন্স। শনিবার নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম আর্য ভোহরা, তার বয়স ২১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা দেওয়া তাদের ফ্লাইট এএ২৯২কে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামার পর বিঘ্ন সৃষ্টি করা এক যাত্রীর কারণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছিল।

নামার পর কর্মকর্তারা ওই যাত্রী যে ভয়াবহ মাতাল এবং তিনি যে বিমানটির ক্রুদের নির্দেশনা মেনে চলছেন না তা জানান। তিনি (ভারতীয় শিক্ষার্থী) বিমানের ক্রুদের সঙ্গে ধারাবাহিকভাবে তর্ক করে গেছেন, আসনে বসে থাকতে রাজি হননি এবং উড়োজাহাজ ও ক্রুদের নিরাপত্তাকে ধারাবাহিকভাবে বিপন্ন করেছেন।

আমেরিকান এয়ারইলাইন্সের বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অন্যান্য যাত্রীদের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর পর শেষ পর্যন্ত তিনি ১৫জি-তে বসা এক যাত্রীর গায়ে প্রস্রাবই করে দেন।

দিল্লি বিমানবন্দরে অবতরণের আগেই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে তাদের ফ্লাইটে থাকা অবাধ্য যাত্রীর কথা জানিয়ে নিরাপত্তাকর্মী পাঠাতে অনুরোধ করেন।

এরপরই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আর্য ভোহরা নামের যুক্তরাষ্ট্রে পড়ুয়া এক শিক্ষার্থী, যিনি দিল্লির ডিফেন্স কলোনিরও বাসিন্দা, তার বিরুদ্ধে বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার একটি অভিযোগ আমেরিকান এয়ারলাইন্সের কাছ থেকে পেয়েছি আমরা। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তারা ভবিষ্যতে আর কখনোই আর্য ভোহরাকে তাদের বিমানে তুলবে না।

ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আমেরিকান এয়ারলাইন্সের কাছে এ ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে।