দলকে নতুন করে গুছিয়ে সাফল্য আনার লক্ষ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রধান কোচের দায়িত্ব নিয়ে গত ২০ ফেব্রুয়ারি তিনি দেশে পা রাখেন। কিন্তু যেই মাত্র খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, তখনই টাইগার ক্রিকেটকে এলোমেলো করে দেওয়া খবর আসে। ‘সাকিব-তামিমের কারণে অস্বাস্থ্যকর ড্রেসিংরুম’ তত্ত্বের বিষয়ে এবার মুখ খুললেন হাথুরু। তিনি জানালেন, দুই খেলোয়াড়ের দ্বৈরথে দলে প্রভাব না পড়লে কোনো সমস্যা দেখি না।
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে এসেছেন ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজ শুরুর আর মাত্র ঘণ্টা বিশেক সময় রয়েছে। তার আগে এই সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার কোচ।
এ সময় চন্ডিকা হাথুরুসিংহে জানান, ‘প্রথমত আমি এখানে আসার মাত্র ৭ দিন হয়েছে। আমি এমন ড্রেসিংরুম ও দলে আগেও ছিলাম। যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে তা নয়, কিংবা একসঙ্গে খাবারও খেতে হবে না। যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই। এতে আমি কোনো সমস্যা দেখছিও না।’
এর আগে ২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরু। দীর্ঘ এই সময়ে বদলে গেছে অনেককিছু। এ সময় বাংলাদেশ কেমন উন্নতি করেছে, তার জবাবে এই প্রধান কোচ বলছেন, ‘তারা অনেক উন্নতি করেছে। নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে ধারণা আছে। এমনকি কীভাবে তারা প্রস্তুতি নিতে চায়, এ বিষয়েও অনেক উন্নতি হয়েছে। যা তরুণদের কাছেও অজানা নয়।’